শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলতে কাজী শহিদ ইসলাম পাপুলকে চায়, তারই সমর্থনে দেশের মত কুয়েতেও নির্বাচনী মিছিল, প্রচার প্রচারণা আলোচনা সভা যা এখন প্রবাসীদের মুখে মুখে অব্যাহত।
রায়পুর, লক্ষীপুর-২ আসনে আপেল মার্কায় প্রার্থী হয়ে আলোচনায় কুয়েত প্রবাসী ব্যবসায়ী কাজী শহিদ ইসলাম পাপুল। বাংলাদেশ একাদশ জাতীয় নির্বাচনে প্রার্থী চেয়ে আওয়ামীলীগ হতে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েত এর সুপরিচিত দক্ষ সমাজসেবক ও কুয়েত আওয়ামীলীগের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব পাপুল।
মহাজোটের প্রার্থী তালিকায় জাতীয় পার্টির থেকে নোমানকে প্রার্থী ঘোষণা দিলে কাজী শহিদ ইসলাম পাপুল স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল মার্কা প্রতীকে লড়াই করতে সিদ্ধান্ত নেন, এনিয়ে আলোচনায় উঠে আসেন পাপুল। এক পর্যায়ে নোমান প্রার্থীতা থেকে নিজেই প্রত্যাহার করে নিলে, পাপুলের জন্য মহাজোট তথা আওয়ামীলীগের সমর্থন পেয়ে গেলে আবার প্রাণ ফিরে পান সমর্থকরা যা এবারের লক্ষীপুর-২আসনে নতুন মাত্রা যোগ করেছে। এতে খুশি রায়পুর লক্ষীপুরবাসী এবং কুয়েত প্রবাসী আওয়ামীলীগ এর নেতা কর্মী ও সমর্থকরা। তার আনন্দে চলছে দোয়া, মিছিল মিটিং-সহ নানা উৎসাহ ভরা নির্বাচনী আমেজ।
কুয়েত প্রবাসীরা প্রিয় পাপুলকে জয়ী দেখতে চান সে উদ্যমে সকল কাজ অব্যাহত রেখে শত শত কুয়েত রায়পুরবাসী অনেকেই ৩০ তারিখের পূর্বেই দেশে যাচ্ছেন। প্রবাসীরা বলছে প্রবাসীদের কথা বলতে সংসদে একজন প্রবাসী নেতা থাকবে যা তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা। এবার তা পূরণ হতে চলেছে, খুশি ও আনন্দে সকল কুয়েত প্রবাসী রায়পুর লক্ষীপুরবাসী। তারা রায়পুর লক্ষীপুরবাসী সকলকে কাজী শহিদ ইসলাম পাপুলকে ৩০ তারিখে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান পাশাপাশি প্রত্যাশা করেন জনাব শহিদ ইসলাম পাপুল জয়ী হয়ে এই আসনটি আওয়ামীলীগকে উপহার দিতে পারবেন।ইতিমধ্যে কুয়েত ও উক্ত আসনে পাপুল জনগণের খুব কাছে অবস্থান করছেন যা এবারের ফলাফল পাপুলকে জয়ী হওয়ার পিছনে বিশেষ কাজ করবে বলে বিশ্লেষকরা মনে করছেন।