শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত: ৪ আগস্ট শনিবার কুয়েত প্রবাসী আবু তাহের নামে এক বাংলাদেশিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত তাহের চট্টগ্রাম হাটহাজারীর হাজী গরাইন মিয়ার ছেলে। দীর্ঘ ৩১বছর ধরে কুয়েতের নামকরা কেডিডি কোম্পানিতে হিসাবরক্ষক পদে কর্মরত ছিলেন। দীর্ঘদিন যাবৎ এ প্রতিষ্ঠানে তিনি সুনামের সাথে কাজ করছিলেন। সে জন্য বেশ কয়েক বছর ধরে কোম্পানি হতে বেস্ট ওয়ার্কার হিসাবে সম্মাননা পেয়ে আাসছিলেন।
নিহত তাহেরের ভাতিজা কুয়েত প্রবাসী রায়হানুল ইসলাম মনসুর জানান, কোম্পানির প্রায় কয়েক হাজার দিনার তাহেরের কাছে জমা ছিলো। সে টাকার কারনেই তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় কুয়েতের আইন শৃঙ্খলাবাহিনী তাহেরের একই কোম্পানির সহকর্মী এক মিশরীয় নাগরিককে আটক করেছে বলে জানা যায়।