শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতের স্থানীয় নাগরিকসহ প্রবাসীদের জন্য খুলে দেয়া হলো দেশটির সব হাসপাতাল ও ক্লিনিকের টিকাকেন্দ্র। কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তে নেয়া হয়েছে এমন উদ্যোগ। এর ফলে এখন থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সহজে টিকা নিতে পারবে জনগণ। কুয়েত সরকারের এ সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
করোনা প্রতিরোধে দেশের বিভিন্ন স্থানে টিকাকেন্দ্রের মাধ্যমে টিকা দেয়া শুরু করে কুয়েত সরকার। এরই মধ্যে উল্লেখযোগ্য দেশটির মিশরেফ ও সুয়েখের শেখ জাবের আল আহমেদ ব্রিজ সংলগ্ন টিকাকেন্দ্রটি।
টিকার জন্য আগে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন পড়লেও, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সব টিকাকেন্দ্র অবমুক্ত করায় এখন আর তা প্রয়োজন হবে না। টিকাকেন্দ্রে গিয়ে সহজেই টিকা নেয়া যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।
কুয়েতে এ পর্যন্ত করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩৪ লাখ ২৯ হাজার ২৯২ জন, যা মোট জনসংখ্যার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩ লাখ ১৬ হাজার ১৪৪ জন, যা জনসংখ্যার ৮৪ দশমিক ৫৫ শতাংশ। এছাড়া বুস্টার ষ্টার ডোজ নিয়েছেন ১৩ লাখ ৩০ হাজার ৪০১ জন।
কুয়েতের স্থানীয় নাগরিকসহ সকল প্রবাসীরা ফাইজার, মর্ডানা ও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেয়েছেন ।