শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশটির বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের জন্য দ্বিতীয় ব্যাচে আরও ২১ জন বাংলাদেশি নার্স কুয়েতে পৌঁছেছেন।
২৪ জুন ২০২২, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় একটি ফ্লাইটে দ্বিতীয় ব্যাচের ২১ জন নার্স কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেনসহ সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তারা আগত স্বাস্থ্যকর্মীদের স্বাগত জানান এবং তাদের ব্যারাকে নিয়ে যান।
এর আগে, প্রথম ব্যাচে গত ১৯ জুন বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ থেকে ৪৯ জন নার্স কুয়েতে পৌঁছান। এ নিয়ে দুই ধাপে বাংলাদেশ থেকে মোট ৭০ জন নার্স কুয়েত গেলেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকে কুয়েতে বাংলাদেশের শ্রমবাজার বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে দেশটির বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং জনশক্তি আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে দূতাবাস।
গত ৭ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) একটি প্রতিনিধি দল কুয়েত সফর করে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসুরা নূর এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এরপর ১১ মে কুয়েতে অবস্থিত বাংলাদেশ প্রেসক্লাবের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় সহস্রাধিক নার্স নিয়োগের চুক্তির কথা জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন।
তিনি বলেন, কুয়েতের শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ খাতে প্রচুর জনশক্তির চাহিদা রয়েছে। দেশটিতে পরিশ্রম ও কাজের দক্ষতার দিক থেকে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা রয়েছে।
এর আগে গত জানুয়ারীতে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও কোম্পানীর প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাছাই কমিটি নার্স নিয়োগের জন্য বাংলাদেশ সফর করে এবং মোট ৭৫৪ জন নার্সকে চূড়ান্তভাবে মনোনীত করে।