প্রবাস মেলা ডেস্ক: সুদীর্ঘ ও বর্ণাঢ্য সঙ্গীত ক্যারিয়ারের চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। সেই আশির দশক থেকে তিনি বাংলা গানের শ্রোতাদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী গান। জনপ্রিয়তার ধারাবাহিকতায় আজও অটুট তিনি। ১ জুন ২০২২, মঙ্গলবার নন্দিত এই গায়কের জন্মদিন।
জন্মদিন প্রসঙ্গে কুমার বিশ্বজিতৎ গণমাধ্যমকে জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল সন্ধ্যা থেকে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছা জানাচ্ছেন। আর এই শুভেচ্ছা-শুভকামনায় সিক্ত হয়ে জন্মদিনের বিশেষত্বটা উপভোগ করছি। যদিও সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বব্যাপী মানুষ এখনও করোনা আতঙ্কে আতঙ্কিত। তাই আমরা সবাই সুস্থ থাকি, নিরাপদে থাকি- এটাই প্রত্যাশা।’
চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ নিউজজিকে আরও বলেন, ‘করোনা আমাদের স্বাভাবিক জীবনের ব্যত্যয় ঘটালেও এই মহামারি আমাদের অনেক কিছু শিখিয়েছে। এককথায়, করোনাকাল আমাদের দারুণ এক অনুধাবনের সময়। একটা শিক্ষাও বটে। আমাদের বদলানোর সময়। ইতিবাচক পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হওয়ার এখনই সময়। তাই যেন হয়, হোক..।’
এর আগের জন্মদিনে বয়স সম্পর্কে জানতে চাইলে কুমার বিশ্বজিৎ বলেন, ‘২৬ থেকে ২৭ এর মধ্যেই আটকে আছে। এখানেই থাকতে চাই আমৃত্যু। তাছাড়া, একটা মানুষকে পৃথিবীতে আসার দিন থেকে বয়স বিবেচনা করাটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। দেখা উচিত, মানুষটির কর্মক্ষমতা আর মানসিক জোর। মনের বয়সটা ধরে রাখাই অনেক জরুরি। মনোবল-মানসিকতায় আমি এখনও তরুণ। সবসময়ই গাইতে চাই তারুণ্যের জয়গান।’
সূত্র: দৈনিক ইনকিলাব।