সারাফ নাওয়ার
৩৭০ ধারা বাতিল আর সামরিক শক্তি নিয়ন্ত্রিত কাশ্মীরে এখন কি ঘটছে, কেমন কাটছে কাশ্মীরি জীবন, বলে দেয় ইতিহাস-অঙ্ক। গভর্নর লর্ড মাউন্টব্যাটেন থেকে গভর্নর শ্রী জগমোহনের দিকে যেতেই মিলে যাবে অঙ্কের অধিক- কাশ্মীর যতই বিচ্ছিন্ন রাখা হোক বিশ্ব থেকে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু ক’দিনেই কি করে হয়ে ওঠে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা- সেই রাজসাক্ষীর সাক্ষাৎ পাওয়া যায় পঞ্জিকার ‘সাতচল্লিশ সাল’এর ভেতরই- আজও পৃথিবীতে আছে সে-লক্ষতিনেক লাশের কঙ্কাল…
স্রেফ কাশ্মীরের ভ্যালি-ডেমোগ্রাফি বদলে দেওয়ার ভয়ংকর এক অভিপ্রায় থেকে পুঁজি করা হয়েছে তীর্থস্থান নামে লোক-ধর্মাবেগ। গড়ে তোলা হচ্ছে জম্মু-কাশ্মীর বহির্ভূত হিন্দু বসতিও।
সামরিক বাহিনী কর্তৃক যখনতখন গুলি করে মুসলিম হত্যা আজ মর্মাহত কোন ঘটনা যেন নয়! আজাদ কাশ্মীরি জানে, পাকিস্তান রাষ্ট্রের ভেতর-বাহির চিত্তশূন্য- স্বজাতির প্রতিও; তাও ধর্মের বড়শি ফেলে রাজ্য টানে।
সত্তর বছর বয়স্ক প্রবীণ-ইতিহাসের কাছে নিতান্তই যা এক সাদামাটা কাহিনী- জীবিকা যখনই জীবনকে ছাড়িয়ে যায় বিশ্বময়- বোধ কেন অযথা মানবতা আঁকড়ে থাকে? কে কার ইতিহাস পাঠ করে? রক্ষা করবার ক্ষেত্রে জম্মু-কাশ্মীর এযাবতকালই প্রতিবেশীশূন্য, লাদাখও।
নাগরিকবিহীন রাষ্ট্র চায় ‘পোড়ামাটি নীতি’…
অস্ত্র বেচা আর কেনার মধ্যে মাথাগত ব্যবধানের দিক থেকে মার্কিন ও ব্রিটিশ পলিসি’র গোয়ালঘরে ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য অস্ট্রেলিয়ান গরু।
ঝিলাম নদীসহ দেখেছিল গাওয়াকাদাল ব্রিজ শত কাশ্মীরির তাজা লাশ এবং ভারতীয় প্যারামিলিটারীর উৎসাহী অস্ত্র- লাশ কোলে নদীর জলের ক্রন্দন।
অববিচ্ছিন্ন কাশ্মীরে কি ঘটে চলেছে বিশ্বকে জানাতে ইতিহাস থেকে মাটিতে নেমে আসে উন্মুক্ত বুকে লাল চৌক অগ্নিকাণ্ড, বিএসএফ-এর বন্দুকে ঝাঁঝরা হয়ে যাওয়া সে-ই বিজবেহারা হত্যাকাণ্ড ও সোপুর হত্যাকাণ্ড, পা রাখে বান্দী পোড়া হত্যাকাণ্ড- পাশাপাশি ও একযোগে দৃশ্যায়িত হতে থাকলে অনুভূতিশূন্য আমরা চেয়ে দেখি-
তল্লাশির নামে ঘরে ঘরে পুরুষ আটক করে গ্রামেগঞ্জে নারীদের গণধর্ষণ, অগ্নিসংযোগ ঘটিয়ে ছুটন্ত মানুষের উপর গুলিবর্ষণ; দৃশ্যায়নে নিরস্ত্র মিছিলে অতর্কিত সশস্ত্র হামলা… সমূহ ‘দমন ও নিপীড়ন’ শুরু’র ভেতর ভারত র’ আরেক নির্মম শুরু!
জানে, ‘অপারেশন টাইগার’- স্বয়ং মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ নির্দয় প্রহারে কি করে বানাতে হয় ‘বিদ্রোহী-বিরোধী’? আমাদের দেখা-অদেখা, জানা-অজানার মধ্যখানে বিদ্যমান বিশ্বাস থেকে কাশ্মীরকে চেনা যাবে না আর।
অজ্ঞাত পুরোনো বধ্যভূমি ডেকে কখনও দেখিয়ে দেবে অতীতের সুদূর জেনোসাইড…