শফিক খান, বার্সেলোনা, স্পেন: স্পেনের বার্সেলোনায় কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির উদ্যোগে ৭ জানুয়ারি সোমবার বার্সেলোনার স্থানীয় একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মির্জা আব্দুস সালাম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন। বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন কাতালোনীয়া আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা ছোবহান মিয়া, কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু, বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি হানিফ শরিফ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুহেল, কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ছালাহ উদ্দিন, গনি এনাম, আওয়ামীলীগ নেতা জিয়াউর রহমান, তোফায়েল আহমদ মানিক।
প্রধান অতিথি শাহ আলম স্বাধীন তার বক্তব্য শেষ করে – কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে সভাপতি এস এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালামের নাম ঘোষণা করে নবগঠিত কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি, কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফিরুজ আলী, আব্দুল আলিম, আফাস উদ্দিন, সুন্দর আলী, সুজাদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে মিলাদ ও বিশেষ মোনাজাত করেন উপস্থিত সকল নেতৃবৃন্দ। এ সময় মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী আবুল হাসান।