আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতার প্রবাসী ব্যবসায়ী ও গীতিকার জসীম উদ্দিন আকাশের লেখা ও ২০১৭ সালে চ্যানেল আই সেরা কণ্ঠে অংশ নেয়া তরুণ কণ্ঠশিল্পী এসকে সানুর কণ্ঠে ‘টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাধন’ গানটি মুক্তি পেয়েছে। গানটি (১২ মে) বৃহস্পতিবার সকালে অবমুক্ত হয়েছে বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।
গানের সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ, সুর করছেন শিল্পী নিজেই।
গানটির প্রসঙ্গে গীতিকার জসীম উদ্দিন আকাশ বলেন, তরুণ জন্মের প্রতিভাবান শিল্পী এসকে সানু চমৎকারভাবে গানটি কণ্ঠে তুলেছেন। গানটি মানুষ একবার শুনলে বারবার শুনতে চাইবে। টাকা নিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে গানটি লেখেছি। গানটি আশা করি সকলের ভালো লাগবে।
কণ্ঠশিল্পী এসকে সানু বলেন, প্রবাসে বসে জসীম উদ্দিন আকাশ বাংলাদেশের সঙ্গীত নিয়ে ভাবেন, এটা বড় বিষয়। জসীম উদ্দিন আকাশের লেখা গান আমি এর আগেও কণ্ঠ দিয়েছি। তবে এই গানটি একেবারে আলেদা টাকাই বড় ধন ভাঙ্গে রক্তের বাধন শিরোনামে গানটি মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে।
গানটির লিংকঃ https://www.youtube.com/watch?v=nuOE8WYHOog