আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: পারস্পরিক যোগাযোগ সহযোগিতার মাধ্যমে নতুন সম্ভাবনার ক্ষেত্র তৈরি করা, আলোকিত মেধাবী জাতি গঠনে, দেশের শিক্ষা, গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করা অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের এসএসসি ২০০৬, এইচএসসি ২০০৮ ব্যাচ স্টুডেন্ট কমিউনিটি কাতার।
শুক্রবার কাতারের হুম সাইট এলাকায় সীলাইন বীচে এই সংগঠনের আয়োজনে মিলনমেলা, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, লাল সবুজের পতাকা বুকে ধারণ করে বাংলাদেশের কৃষ্টি-কালচার সংস্কৃতি মুক্তিযুদ্ধের ঐতিহ্য ইতিহাস ও অভিবাসী সম্পর্কিত বিষয় কাতারি নাগরিকদের কাছে তুলে ধরে দেশের সন্মান বৃদ্ধির করার আহ্বান জানান।