আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতার প্রবাসীদের সুলভ মূল্যে দেশীয় রকমারি মানসম্পন্ন সু-স্বাস্থ্যকর ও সু-স্বাদু খাবারের স্বাদ দিতে বাংলাদেশি মালিকানাধীন দুই বন্ধু মোবারক আলী রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়েছে।
২৬ ডিসেম্বর স্থানীয় সময় বুধবার রাতে কাতারের রাজধানী দোহা আল মুনসুরা অ্যাপোলো হসপিটালের পাশে এই রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।
ফিতা কেটে উদ্বোধন করেন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিল্লাল খান।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী বিল্লাল খান বলেন, প্রবাসে এসে শুধু স্বপ্ন দেখলে হবে না, নিরলস পরিশ্রম করে সাফল্য অর্জন করতে হবে, কাতারে বাংলাদেশি উদ্যোগতার অভাবে ভারতীয়দের চাইতে ব্যবসাবাণিজ্যতে পিছিয়ে আছে বাংলাদেশিরা। কাতারে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্টের ব্যবসা ছাড়া তেমন কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই বলে জানান এই ব্যবসায়ী ।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।