আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: কাতারে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রবাসী মাদারীপুরবাসী।
নুর আলমের সভাপতিত্বে ও সোহেল খানের পরিচালনায় বর্ষবরণ আনন্দ সভার আয়োজন করা হয়। ১ জানুয়ারি স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিটে কাতারের রাজধানী দোহা আল মুনছুরা দুই বন্ধু রেস্টুরেন্টে কেক কেটে নতুন বছরকে স্বাগত জানান।
কাতারের আইনকে সম্মান করে প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, বিগত বছরের সুখ-দুঃখ আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশীদের উপার্জিত রেমিটেন্সে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এম প্রত্যাশা প্রবাসীদের।
বর্ষবরণ উদ্যাপনে এসে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন কাতার প্রবাসী মাদারীপুরবাসী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিন্টু বেপারী, মানিক মোল্লা, সোহাগ মৃধা, সুমন, মোতালেফ শরিফ, রুবেল মুন্সী, সোহেল ফরাজী, আশিক, সিজাল মাতুব্বর, আরিয়ান লাভলু প্রমুখ।