প্রেস বিজ্ঞপ্তি: ১ আগস্ট স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হানের ৬৭তম জন্মদিন উপলক্ষে সাওল হার্ট সেন্টার (বিডি) লি: জনকল্যাণে ৩ দিনব্যাপী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট শাখায় ফ্রি চিকিৎসা পরামর্শ, সব ধরণের প্যাথলজি টেস্ট, ডায়েট প্লান, ইয়োগা ও মেডিটেশন কোর্সে ৫০% এবং সাওল চিকিৎসায় মাসব্যাপী ১৫% বিশেষ ছাড় দিচ্ছে।
উল্লেখ্য, স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশে যে কয়জন নবীন কবির দীপ্ত আবির্ভাব হয়, মোহন রায়হান তাঁদের অন্যতম। বাংলাদেশের কবিতার ধারায় কবি মোহন রায়হান এক তেজী কণ্ঠস্বর। ১৯৭১-এর রণাঙ্গণ থেকে উঠে আসা দ্রোহ, প্রেম, প্রতিবাদ, স্বাধীনতা, সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান কবিতাকে কেবল শিল্প ভাবেন না বরং কবিতা তাঁর কাছে সমাজ বদলের শাণিত হাতিয়ার। জীবন ও কবিতায় সমান লড়াকু মোহন রায়হান।
মোহন রায়হান ১৯৫৬ সালের ১ আগস্ট সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। পিতা সিরাজগঞ্জের কৃতিমানব আজাদ হিন্দ ফৌজের সৈনিক, সিরাজগঞ্জের খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের প্রায় ৩০ বছর নির্বাচিত চেয়ারম্যান, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের সংগঠক, খোকশাবাড়ি হাসপাতাল ও ব্রাহ্ম্রণ বয়ড়া গ্রোইন বাঁধের প্রতিষ্ঠা। সিরাজগঞ্জ কওমি জুট মিলস প্রতিষ্ঠার প্রথম উদ্যোক্তা। মা মাহমুদা খাতুন আজীবন মানব দরদী, গরীব দুখী মানুষের সুখদুখের নিত্যসঙ্গী, দয়াময়ী, জনহিতৈষিনী, অত্যান্ত ধার্মিক, পবিত্র আত্মার মানুষ ছিলেন।