জীতা লাহিড়ী, কোলকাতা, ভারত:
রবিঠাকুর দেখে এলাম তোমার তৈরী বোলপুরের শান্তির পরিবেশ।
কারানাকি ভাঙতে চাইছে শৃঙ্খলতার রেশ।
কারা আবার রুখতে চাইছে, বলছে দুষ্কর্মের দিন শেষ।
সোনাঝুরির বাগান জুড়ে বেচাকেনা বেশ।
সোনারোদের আবেশ মেখে মিঠে হাওয়া রা শেষ।
রবিঠাকুর দেখে এলাম তোমার মজার দেশ।
যত্ন করে গুছিয়ে রাখা তোমার সব খুঁটি-নাটি।
শুধু কেবল হারিয়ে গেল নোবেল নামক গর্ব খণি।
আমার কিন্তু বেশ লাগে ছাতিমতলার আলোর মেলা।
ছাত্রগণের কলোরোলে ভোরে থাকা সন্ধ্যা বেলা।
ভাঙাবোতল গাজার ধোঁয়া নোংরা করবে তোমার সৃষ্টি
বসন্ত দোল আবির মাখা তারি ফাঁকে শরীর ছোঁয়া
যথেচ্ছাচার নিয়ম ভাঙা ।
সবকিছু কি এতোই সোজা।
বদলে দেবে মোনের শান্তি। তোমার কাছে আনা গোনা।
রবিঠাকুর তুমি মনে। আমার সাধের শান্তিবনে প্রার্থনা সঙ্গীত,
তোমার চরন ধুলির মলম মাখা। সকল খতের জীবন ব্যাথা শান্তিনিকেতন,
মলিনতার কাদা চাদর ঢাকবে কি এই পুণ্য সাগর।
বারং বারই আসবো ফিরে শান্তির এই স্নিগ্ধ নীড়ে।
রবিঠাকুর আবার আমি দেখতে এলাম তোমার তৈরী শান্তির শান্তিনিকেতন।