মম মজুমদার, কোলকাতা, ভারত:
সময়ের
প্রলেপ
ভুলিয়ে দেয়
অনেক
কিছু
তবুও
যায়
কি
ভলা?
সেই
অন্তরের যন্ত্রণা;
রং
বদল
এর
রাজনীতি
যখন
ভুলিয়ে দেয়
মানবিক
অধিকার।
সেই
সেই
লোকগুলোই আছে
আশেপাশে
যারা
একদিন
সব
বুঝেও
অন্ধ
ধৃতরাষ্ট্র হয়েছিল!
ক্ষমতার মদমত্ততায় আজও
দূর্যোধন রা ঘুরে বেড়ায় সমাজের বুকে,
দূঃশাসন আজও কাপড় খুলছে নারীর!
আর
মোমবাতি হাতে মেরুদণ্ডহীন কৃষ্ণ
চলেছে অলীক ক্ষমতার লোভে
নীরবে রাজ পথে!
আজও পার্টি অফিস আছে
আছে লোকাল কমিটি
কেবল রং বদল হয়েছে!
সততার বর্ম পড়ে জাদুকাঠি হাতে
আলাদিনের প্রদীপ নিয়ে
বারে বারে আসে নেতা-নেত্রী;
ওই বুঝি হলো দুঃখের অবসান
মানুষ পেল মানুষের সম্মান।
হায়রে! জনতা,
আজো বুঝলো না
শোষণ হীন সমাজ গড়ার স্বপ্ন দেখায় যারা
তারাই ক্ষমতার লোভে হয়…।