কে এম আবু তাহের চৌধুরী, লন্ডন, যুক্তরাজ্য:
মুসলমানদের প্রথম কেবলা
আল আক্বসা মসজিদ,
ইসরাইলীদের জবর দখলে
করলো হাজারো শহীদ,
দাউদ-সুলাইমান নবীর স্মৃতি
দখল করে নিলো,
বিলিয়ন মুসলিম থাকার পরও
উদ্ধার নাহি হলো।
ঈমানের বল হারিয়েছি মোরা
নাই ভারী অস্ত্র শস্ত্র,
মুসলিমদের মধ্যে নাই ঐক্য
অপমানিত যত্র তত্র।
তেয়াত্তর বছর ধরে ফিলিস্তিনীরা
হারিয়েছে নিজের দেশ,
বিশ্ববাসীর বিবেক কোথায় গেল
মানবতার নেই লেশ।
গাজা অবরোধ করে রেখেছে
বর্বর ইসরাইলী জাতি,
নারী শিশুদের শুধু হাহাকার
করছে বাঁচার আকুতি।
আত্মরক্ষাও করতে পারে না
শত শত বোমা ছুঁড়ে,
গাজায় শিশুদের সারি সারি লাশ
বারে বারে রক্ত ঝরে।
আজ প্রয়োজন ইউশা ইবনে নুন
ওমর (রা:), সালাহ উদ্দিন,
আল আক্বসা উদ্ধার করতে হবে
ফিলিস্তীন হবে স্বাধীন।
জেগে ওঠে বিশ্বের সব মুসলমান
বজ্রকণ্ঠে দাও হুঙ্কার,
বর্বর ইসরাইলীদের সকল দম্ভ
ভেঙে করো চুরমার।
মজলুম মানুষের কান্নার রোলে
খোদার আরশ কাঁপছে,
নারী, পুরুষদের চোখের জলে
নবীদের পূণ্যভূমি ভাসছে।
স্বাধীন প্যালেস্টোইন রাষ্ট্র গঠনে
আওয়াজ কর জোরদার,
ফিলিস্তিনীদের বিজয় হবেই হবে
সাহায্য আসবে আল্লাহর।