জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা, ভারত প্রতিনিধি: ২২ জুলাই ২০২২, শুক্রবার বিকেল ৫টায় কলকাতার রবীন্দ্রসদন মঞ্চে অনুষ্ঠিত হল কবিতার ভেলা এর পঞ্চম বর্ষপূর্তি অনুষ্ঠান ‘কবিতা ও সুরে কণ্ঠভরে’। স্বাগত ভাষন দেন কবিতার ভেলার কর্ণধার প্রমতম সী। সূচনা সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী অমিত কালী।
মঞ্চে উপস্থিত ছিলেন পৃথ্বীরাজ সেন (বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব), নিগমানন্দ মণ্ডল (কর্নধার-আনন্দ প্রকাশন, কলকাতা), (সভাপতি-কবিতার ভেলা), জয়দীপ চট্টোপাধ্যায় (বিশিষ্ট কবি, পঞ্চম প্রজন্ম-ঋষি বঙ্কিম পরিবার) (প্রধান উপদেষ্টা-কবিতার ভেলা), পার্থসারথি ঝা (বিশিষ্ট কবি ও সম্পাদক-প্রিয়তমাসু, মালদা) এবং সেলিম দুরানী বিশ্বাস (বিশিষ্ট বাচিকশিল্পী, সংগঠক ও প্রশিক্ষক)।
প্রকাশিত হল অমরেন্দ্রনাথ পাল এর লেখা উপন্যাস ‘অস্মিতার গোপাল প্রাপ্তী’ (আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত)। সংগীত পরিবেশন করেন রাখী ব্যানার্জী। কবিতা পাঠে অংশ নেন বিশিষ্ট কবি রামকিশোর ভট্টাচার্য, অমিত চক্রবর্তী, শ্যামাচরন কর্মকার, অংশুমান চক্রবর্তী, গজেন মণ্ডল (বালুরঘাট), স্বপন কুমার চক্রবর্তী (মুর্শিদাবাদ), অনুপ কুশল, বিধায়ক ভট্টাচার্য, চপল বিশ্বাস (বেথুয়াডহরি), ধনঞ্জয় দাস, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, দীপ্তিমান বসু এবং দীপশিখা চৌধুরী।
অতিথি সংবর্ধনা: অজন্তা দেব বর্মন, আশিষ দাসগুপ্ত হরিসাধন শিকারী, দেবানন্দ মণ্ডল, উত্তম সী, সুচিত্রা দাস, বিশ্বনাথ চৌধুরী, প্লাবন দাস, দুলাল সুর এবং মালবিকা মজুমদার প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন সাদেকুল করিম, অনিতা চট্টোপাধ্যায়, প্রজ্ঞা পারমিতা, রিচা দাশ শর্মা, অঞ্জল চট্টোপাধ্যায়, প্রফুল্ল কুমার বেরা, গার্গী ভট্টাচার্য, নন্দিনী লাহা, রমেন চট্টোপাধ্যায়, তপন ঘোষাল, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন, সঞ্চিতা কবিরাজ, মোনালিসা দত্ত, মৌলি দাস, তাপসী হালদার, চন্দনা দাস, মিতা মিত্র, দীপালি মজুমদার, বিশ্ব ভট্টাচার্য, পরিমল মালাকার এবং অঙ্কিতা বোস প্রমুখ।
সম্মেলক আবৃত্তি পরিবেশন করেন ছন্দকথা নিউটাউন, তাসের দেশ টালিগঞ্জ এবং কিশলয় হাওড়া। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুচ্ছন্দা তরফদার এবং অংশুমান চক্রবর্তী। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় শতাধিক শিল্পী, গুণীজন এবং অজস্র দর্শকের মেলবন্ধন ঘটে। অবশেষে কবিতার ভেলার কর্ণধার এর সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।