হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল ড. এম মনিরুল ইসলাম ৮ জুন ২০২২ ম্যানহাটানস্থ ‘বাংলাদেশ সোনালী এক্সচেঞ্জ’ পরিদর্শন করেন। তিনি সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র এর সাথে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান মিজ ইসরাত জাহান উপস্থিত ছিলেন। সভার শুরুতেই দেবশ্রী মিত্র বাংলাদেশ সোনালী এক্সচেঞ্জ এর কার্যপরিধি ও পদ্ধতি কনসাল জেনারেল কে অবহিত করেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে তাদের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন।
এসময় কনসাল জেনারেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনেতিক উন্নয়নকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এ প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করা। এ কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে কনসাল জেনারেল যুক্তরাষ্ট্র বিশেষ করে নিউইয়র্ক থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সহজতর করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও উপায় নিয়ে দেবশ্রী মিত্রের সাথে মতবিনিময় করেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জিত অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরে কনসাল জেনারেল এ উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে বলে উল্লেখ করেন। এ আলোচনাকালে প্রবাসীদেরকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির সাথে অধিকতর সম্পৃক্ত করার উপর কনসাল জেনারেল জোর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে তাঁরা রেমিটেন্স দিবস, রেমিটেন্স সপ্তাহ ও রেমিটেন্স মেলা আয়োজন ও উদযাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্কস্থ সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থে ও কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে-এ প্রত্যয়ের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।