প্রবাস মেলা ডেস্ক: কচি খন্দকারের সঙ্গে সিনেমায় অভিনয় করলেন চকম তারা। সিনেমার নাম ‘রূপা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন চমক। সিনেমার কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন উৎপল সর্বজ্ঞ।
এরইমধ্যে সিনেমাটির শুটিং-এ অংশ নিয়েছেন কচি খন্দকার ও চমক তারা। কচি খন্দকার বলেন, ‘সিনেমার গল্পটি অনেক ভালো। কাজটি দারুণভাবে শেষ হলে বিস্তারিত বলতে পারবো। আশা করি ভালো কিছু হবে।’
চমক তারা বলেন, ‘রূপা চরিত্রটি একটি অসাধারণ চরিত্র। শিল্পীরা কিছু চরিত্রে কাজ করার জন্য অধীর আগ্রহে বছরের পর বছর অপেক্ষা করেন, রূপা ঠিক তেমন একটি চরিত্র। এমন অসাধারণ একটি চরিত্রে কাজ করার সুযোগ পেয়ে আমি সত্যিই অভিভূত, মুগ্ধ। বিশেষত পরিচালকের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’