প্রবাস মেলা ডেস্ক: দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় ওয়েব সিরিজে কাজ করার প্রতি তারকাদের আগ্রহ দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় এবার ওয়েব সিরিজে যুক্ত হলেন চিত্রনায়িকা আইরিন। অনন্য মামুনের নির্দেশনায় ‘পার্টনার’ ওয়েব সিরিজে কাজ করবেন তিনি।
আইরিন জানান, “এবারই প্রথম আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেলেও পছন্দ না হওয়ায় কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু শেষ পযর্ন্ত পাটর্নার-এ কাজ করা হচ্ছে। অনন্য মামুনের কাজের প্রতি আমার আস্থা থেকেই তার নিদের্শনায় ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি, ভালো কিছু হবে।”
এদিকে আইরিন এরই মধ্যে দেলোয়ার জাহান ঝন্টুর নিদের্শনায় ‘আকাশ মহল’ সিনেমার কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। শুটিং চলছে কাজী আমিরুল ইসলাম শোভা পরিচালিত ‘সেভ লাইফ’ সিনেমায়।
নিজের অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছেন চিত্রনায়িকা আইরিন। চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টাগের্ট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’।