হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার এজেডএম সাজ্জাদ হোসেন সবুজের সাথে নিউইয়র্ক এর বাংলাদেশ কনসুলেট এর অফিসে ১৬ জুন ২০২২, বৃহস্পতিবার সন্ধ্যায় সৌজন্য সাক্ষাত করেন প্রবাস মেলা’র যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এসময় তারা যুক্তরাষ্ট্র প্রবাসীদের বিভিন্ন সমস্যা, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সংবাদ চর্চার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। আলাপচারিতার এক ফাঁকে এজেডএম সাজ্জাদ হোসেন সবুজের হাতে প্রবাস মেলা’র সৌজন্য তুলে দেন হাকিকুল ইসলাম খোকন। প্রবাস মেলা হাতে পেয়ে জনাব এজেডএম সাজ্জাদ হোসেন সবুজ বলেন, বাংলাদেশি প্রবাসীদের খোঁজখবর নিয়ে প্রবাস মেলা যে মহতি কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার। আমি পত্রিকাটির সাফল্য কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল বাতেন এবং গণসংগীত শিল্পী আল আমিন বাবু।