অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: ওমানস্থ বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক মহান বিজয় দিবস উদযাপন ও গাল্ফ এক্সচেঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৮ ডিসেম্বর শুক্রবার এর উদ্বোধন সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের সম্মানিত দ্বিতীয় সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাল্ফ এক্সচেঞ্জ এর নির্বাহী প্রধান ইফতেখার উল হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও হোসনি গ্রুপ এর সম্মানিত মহাব্যবস্থাপক মো: ইব্রাহিম চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ মনজুরুল ইসলাম আলহাজ মোহাম্মদ নোমান, ইন্জি: মোস্তফা কামাল, সাহবুদ্দিন, ইন্জি: আবদুল হামিদ ও দিদারুল আলম ইকবাল।
ক্লাবের সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম এর সভাপতিত্বে ওমান এবং বাংলাদেশ এর জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ক্লাবের সাধারণ সম্পাদক এম এন আমিন এর পরিচালনা য় সংক্ষিপ্ত বক্তব্যে বিশেষ অতিথিরা ক্লাবের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে করে বলেন, দেশের ঐতিহ্য লালনে ও সংস্কৃতি বিকাশে সোশ্যাল ক্লাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে যা সত্যিই প্রশংসা র দাবিদার।
এর আগে সোশ্যাল ক্লাবের সম্মানিত সহ সভাপতি আজিমুল হক বাবুল বিজয় দিবস এর তাৎপর্য ও খেলাধুলার প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা করেন।
গেস্ট অব অনার ইফতেখার উল হাসান চৌধুরীর বক্তব্যে বলেন, সোশ্যাল ক্লাব ইতিমধ্যে যে অনুষ্ঠানগুলো করেছে সবগুলোই সুন্দর, সুচারু, ও সফলভাবে সম্পন্ন হয়েছে, আশা করি আগামীতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, মান্যবর রাষ্ট্রদূত মহোদয় ব্যস্ততার কারণে আসতে পারেনি তাই আমাকে পাঠিয়েছে এবং সবাইকে তিনি আমার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং এখানে এসে বিশাল আয়োজন আমাকে অভিভূত করেছে কারণ বিদেশের মাটিতে শত ব্যস্ততার মাঝেও সোশ্যাল ক্লাবের কর্মকর্তারা কমিউনিটির সেবা দিয়ে যাচ্ছেন। সাথে সাথে সবাইকে বিনোদন দেওয়ার জন্য তারা শ্রম ও সময় দিচ্ছেন যা প্রশংসনীয়। অনুষ্ঠান এর মূল স্পনসর গাল্ফ এক্সচেঞ্জ সোশ্যাল ক্লাবকে স্পনসর করায় প্রতিষ্ঠান এর কর্মকর্তাদের ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে ও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করেন যাতে করে ওমান প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠান এর সভাপতি উপস্থিত খেলোয়াড়, দর্শক, অতিথি ও ক্লাবের কর্মকর্তাদর ধন্যবাদ জানান এবং এই অনুষ্ঠান সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। পরে ওমান ও বাংলাদেশ এর পতাকা অদর্শন করে অতিথিরা মাঠ প্রদিক্ষণ করে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন সম্মানিত প্রধান অতিথি ও গেস্ট অব অনার।
প্রথম খেলায় গতবারের চ্যাম্পিয়ান হামেরিয়া একাদশ ও ডারসেট সিটি এফ সি গোল শূন্য ড্র করে এবং দ্বিতীয় খেলায় কোরিয়াত সানাইয়া স্পরটিং ও কুরুম আয়ান দুই দুই গোল করে।