প্রবাস মেলা ডেস্কঃ করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের কারণে পরপর দুই বছর বন্ধ থাকার পর এবার এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত হবে দিনাজপুরে। দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে আয়োজিত ঈদের জামাতে এবার ছয় থেকে সাত লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
যদিও এবার ১০ লাখ মানুষের সমাগমের প্রস্তুতি রাখা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৃহত্তম ঈদগাহের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি বলেন, এবারে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুরে অনুষ্ঠিত হবে। দু-এক দিনের মধ্যেই আয়োজনের প্রস্তুতিসহ সার্বিক বিষয় নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হবে। এরই মধ্যে আধুনিক স্থাপত্যশৈলীসমৃদ্ধ ঈদগাহ মিনারকে নবসজ্জায় সাজানো হয়েছে, লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।