কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের মা চান বানু মালেক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি লক্ষ্মীপুরের সদর উপজেলার তিতারকান্দি গ্রামের মরহুম আবদুল মালেকের সহধর্মিণী।
তিনি ৩ ছেলে, ২ মেয়েসহ বহু নাতি-নাতনি রেখে গেছেন। চান বানু মালেকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, সৌদি আরব এনটিভি দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম, মক্কা এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মাওলানা রফিক আহমদ, সভাপতি এইচ এম পারভেজ মৃধা, সাধারণ সম্পাদক আবুল কালাম, শাহ আলম ডিস্কুসহ সৌদিপ্রবাসী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। আজ রোববার বাদ আসর মরহুমার জানাজা শেষে সৈয়দ মিয়া হাজিবাড়িতে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে নোয়াখালীর রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান বানু মালেক মারা যান। শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে স্ট্রোক করলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।