শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: এতিমদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ করেছে মামা সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী বিডি মালয়েশিয়া। রবিবার দুপুরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের।
সংগঠনের প্রতিষ্ঠাতা হাজী এমদাদুল হক’র (সবুজ মামা) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরসালিন বিন মোহাম্মাদ জাদিন। মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল।
সভাপতির বক্তব্যে প্রথম সচিব বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশিরা সম্মানের সঙ্গে বসবাস করে যাচ্ছে। মালয়েশিয়ান অনেক সামাজিক এবং সাংস্কৃতিক কাজে রয়েছে বাংলাদেশিদের অবদান। আধুনিক মালয়েশিয়া বিনির্মাণে বাংলাদেশিরা দিয়েছে অনেক শ্রম। প্রধান অতিথির বক্তব্যে মুরসালিন বিন মোহাম্মাদ জাদিন বলেন, বাংলাদেশিরা পরিশ্রম এবং ভালো ব্যবহার দিয়ে জয় করে নিয়েছে মালয়েশিয়ার মন। তাদের অব্যাহত এই শ্রম তাদেরকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে বলে আশা করছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মাদ আলি, সংগঠনের সভাপতি এম এ হানিফ সাধারণ সম্পাদক মো. দৌলত।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি শাহআলম হাওলাদার, কবি শেখ জাহাঙ্গীর, মো. মানিক মিয়া, রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মো. সেলিম, মো. রবিউল আওয়াল রবি, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম রনি, জহিরুল ইসলাম, হারুন রশিদ মিয়াজি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাকির হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু হানিফ, অফিস সম্পাদক মো. হজরত আলি, ক্রিয়া সম্পাদক মো. তোফাজ্জল খান, মহিলা বিষয়ক সম্পাদিক মোসা. পলি আক্তার, কার্যকরী কমিটির সদস্য মো. সরোয়ার, মনির মণ্ডল, মো. আনামুল হক, আব্দুর রহমান, আব্দুর আজিজ, মোসাররফ হোসাইন, আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।