প্রবাস মেলা ডেস্কঃ এক যুগ পর নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন নগরবাউলখ্যাত তারকা সঙ্গীতশিল্পী জেমস। ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার জেমসের ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করা হয়। এতে লেখা হয়েছে, ‘একযুগ পরে গুরু জেমস ফিরছেন নতুন গান নিয়ে চাঁদরাতে।’ জানা গেছে, নগরবাউল জেমসের নতুন গানটি প্রকাশিত হবে বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। তবে গানের নামটি এখনও জানা যায়নি। শিগগিরই জেমস এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
জেমসের গাওয়া নতুন গানটি মুক্তি পাবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেলে। এ নিয়ে ২৮ এপ্রিল, ২০২২ বসুন্ধরা ডিজিটাল ইউটিউব প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন নগরবাউল মাহফুজ আনাম জেমস। চুক্তি অনুযায়ী, বসুন্ধরা ডিজিটাল চ্যানেলের জন্য জেমস বেশ কয়েকটি গান তৈরি করবেন। প্রথম গানটি প্রকাশিত হবে ঈদুল ফিতরের আগের দিন। ধাপে ধাপে বাকি গানগুলো এই চ্যানেল মুক্তি পাবে। এসব গানের পূর্ণ স্বত্বাধিকার থাকবে বসুন্ধরা ডিজিটালের।
১২ বছর পর জেমস তার নিজের লেখা এবং সুরে মৌলিক গান নিয়ে আসছেন। এতদিন নতুন গান না আনার কারণ ব্যাখ্যা করে জেমস বলেন, ‘বসুন্ধরার প্রস্তাব, আন্তরিকতা ভালো লেগেছে। বিশেষ করে কাজের স্বাধীনতা দিয়েছিলো, যা কিনা নতুন করে কাজ করতে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করবো; পরবর্তীতে অ্যালবাম আকারে প্রকাশের ইচ্ছে আছে। বসুন্ধরা ডিজিটালের জন্য শুভ কামনা। আশা করি, এই প্ল্যাটফর্ম দেশের এক নম্বর এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নেবে।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শওকত আকবর (সিওও, ব্যাকিং, সেক্টর এ, বসুন্ধরা গ্ৰুপ), ক্যাপ্টেন শেখ এহসান রেজা (চিফ হিউম্যান রিসোর্স অফিসার, বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড), এম এম জসীম উদ্দিন (সিওও, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ), আব্দুস শুকুর (সিওও, সাপ্লাই চেইন ডিভিশন, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ), ফরহাদ আলী রেজা (সিওও, সাপ্লাই চেইন ডিভিশন, বসুন্ধরা মাল্টি ফুড), বেলাল হোসেন (চিফ ফিনান্সিয়াল অফিসার, বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুড), মোস্তফা কামাল ভূঁইয়া (হেড অব ডিভিশন, রেগুলেটরি এফেয়ার্স, সেক্টর-এ, বসুন্ধরা গ্ৰুপ), সাদ তানভীর (হেড অব এইচআর, বসুন্ধরা এলপি গ্যাস লি.), জাকারিয়া জালাল (হেড অব ডিভিশন, সেলস, বসুন্ধরা এলপি গ্যাস লি.) ও বসুন্ধরা গ্ৰুপের আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বাংলাদেশে রক ও ব্যান্ড সঙ্গীতের অন্যতম বড় তারকা মাহফুজ আনাম জেমস। অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে জেমস নিজেকে নিয়ে গেছেন লিভিং লিজেন্ডের পর্যায়ে। শুধু দেশে নয় দেশের বাইরেও তার খ্যাতি রয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ রকস্টারকে কনসার্টে নিয়মিত দেখা গেলেও দীর্ঘদিন ধরে কোনো নতুন গান আসছিল না তার। অবশেষে জানা গেলো সুখবর। এক যুগ পর নিজের মতো করে নতুন গান নিয়ে আসছেন নগরবাউল জেমস।