প্রবাস মেলা ডেস্ক: ছোট পর্দার নন্দিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। প্রতিটি চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতার অধিকারিণী তিনি। পর্দায় যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করতেই অনেকে হিমশিম খেয়ে যান, সেখানে এক নাটকেই ছয়টি চরিত্রে রূপদান করেছেন নওশাবা। ঈদের জন্য নির্মিত নাটকটির নাম ‘ভাই খুব সেনসেটিভ’। নওশাবা জানান- ভিক্ষুক, গৃহকর্মী, ডাক্তার, বস্তির মেয়ে, নায়িকাসহ মোট ছয়টি চরিত্রে দেখা যাবে তাকে।
অভিনেত্রীর ভাষ্য, ‘প্রথমে সাতটি চরিত্র করার কথা ছিল। কিন্তু আমি পরিচালককে না করেছি। কেননা এত কম সময়ে সবগুলো চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব হবে না। প্রতিদিন দুটি করে চরিত্রের শুটিং করেছি। তিনদিনে ছয়টি চরিত্র করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল। অল্প সময়ের মধ্যে লুক এবং কস্টিউম পরিবর্তন করে চরিত্রে ঢুকতে খুব ধকল গেছে। তবুও প্রতিটি চরিত্র সঠিকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি।’
তিনি যোগ করেন, ‘এ কাজটি যদি বেশি বাজেটে ওটিটিতে বা সিনেমাতে করা যেত, তাহলে হয়তো আরও বেশি সময় নিয়ে চমৎকারভাবে ফুটিয়ে তোলা সম্ভব হতো।’
হারুন রুশোর রচনা ও পরিচালনায় নাটকটিতে নওশাবা ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সৈয়দ শিপুল, মুকিত জাকারিয়া, এনিলা তানজুম, আনিসুল হক বরুণ, আনোয়ার হোসেন, অনুভব মাহবুব, শরিফুল, সূচনা শিকদার, জয়া প্রমুখ।