প্রবাস মেলা ডেস্ক: ঈদুল ফিতর নিয়ে নতুন একটি গান প্রকাশ করেছে নকশীকাঁথা ব্যান্ড। ‘মুনাজাতে চাইছি মাফি’ শিরোনামে গানটি ৩০ এপ্রিল ২০২২ নিজেদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।
গানটির গীতিকার ও সুরকার নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল সাজেদ ফাতেমী বলেন, ‘মুনাজাতে চাইছি মাফি’ গানের সব কাজ করেছি ব্যান্ডের সদস্যরাই। এটি খুব সহজ কথা ও সুরের গান। রোজার ঈদ নিয়ে আমরা সারাজীবন একটা গানই শুনে এসেছি। আমাদের জাতীয় কবি সর্বজনশ্রদ্ধেয় কাজী নজরুল ইসলামের লেখা ‘ও মন রমজানের ওই রোজার শেষে’ অমরত্ব পেয়েছে বহু আগে। এর সুর সহজে হৃদয়ঙ্গম করা যায়। কিন্তু কথাগুলো বেশ কঠিন হওয়ায় ঠিকভাবে বুঝতে পারতাম না। তাই আমার মতো করে লিখেছি ‘মুনাজাতে চাইছি মাফি’ নামে এ গান’। তিনি বলেন, নকশীকাঁথার এ গান আশা করি সবার ভালো লাগবে। আমরা চাই এ গান সবার কাছে পৌঁছে যাক’। নতুন এ গানের সংগীত আয়োজন ও ভিডিও ধারণ করেছেন রোমেল হাসান।
প্রসঙ্গত, লোকগানভিত্তিক গানের দল নকশীকাঁথার জন্ম ২০০৭ সালে। সেই থেকে একনিষ্ঠভাবে লোকগান নিয়ে গবেষণায় ডুবে আছেন এর সদস্যরা। দেশের প্রত্যন্ত অঞ্চলের নাম না জানা সাধকদের গান সংগ্রহ ও তাঁদের সান্নিধ্যে এসে নিজেদের সমৃদ্ধ করে চলেছেন তারা। এর মধ্য দিয়ে তারা বাঙালি ও বাংলাদেশের মানুষের সঙ্গে লোকগানের অবিচ্ছেদ্য সম্পর্কের রূপটি তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
১৫ বছর আগে প্রতিষ্ঠার পর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘নজর রাখিস’ ২০০৮ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘নকশীকাঁথার গান’ ২০১৬ সালে প্রকাশিত হয়। এ ছাড়া এ পর্যন্ত ৪২ টি একক গান প্রকাশিত হয়েছে।
ব্যান্ডের লাইন আপঃ সাজেদ ফাতেমী: ভোকাল ও পারকেশন। জে আর সুমন: লিড গিটার, রাবাব ও ম্যান্ডোলিন। বুলবুল: কাহন, ঢোল ও তবলা। রোমেল: কি–বোর্ড ও মেলোডিকা। ফয়সাল : বেজ গিটার।