আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালি আওয়ামী লীগের সভাপতি এবং এনআরবি ব্যাংকের রিস্ক কমিটির চেয়ারম্যান, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মো: ইদ্রিস ফরাজীর জৈষ্ঠ পুত্র ইফাত ফরাজী (O’Level এ Extraordinary) তারকিস ইংলিশ স্কুলে ‘ও’ লেভেল পরিক্ষায় কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস পেয়েছেন। তার এই সাফল্যে পুরো ফরাজী পরিবারে আনন্দে আত্মহারা।
ইফাতের জন্ম ইতালিতে হলেও ছোটবেলা থেকে বাংলাদেশে ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করছে। প্রাইমারী থেকেই মেধার পরিচয় দিয়েছে ইফাত। গোল্ডেন এ প্লাস পাওয়ায় পুরস্কারও পেয়েছে ইফাত ফরাজী। ঢাকায় এক জমকালো অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরিন শারমীন। ইফাত ফরাজী পুরস্কার গ্রহন করেন মাননীয় স্পিকারের হাত থেকে।
তার এই সাফল্যে খুশি তার মা বাবা। ছেলের এমন ভালো ফলাফলের পুরস্কার নেয়ার অনুষ্ঠানে ইফাতের বাবা ইদ্রিস ফরাজী ইতালিতে অবস্থান করায় পুরস্কার অনুষ্ঠানে যায় তার মা। ছেলের এমন সাফল্যে বাবা ইদ্রিস ফরাজী বলেন, সততার সাথে আছি বিধায় আজ ছেলে মেয়ে মানুষ হচ্ছে। জীবনে কোন অসৎ কাজ করিনি মহান আল্লাহ্র নিকট চাওয়া ছিল যেন ছেলে মেয়েদের মানুষের মত মানুষ করতে পারি । আমার বড় মেয়ে ডাক্তারি পড়ে, ছেলে ‘ও’ লেভেলে ভালো রেজাল্ট করেছে, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমার স্বপ্ন ওদেরকে বাংলাদেশে পড়াশুনা করিয়ে দেশের সেবায় নিয়োজিত করা। আমি ইচ্ছা করলে ইতালি ছাড়া আরও ভালো দেশে পড়াতে পারতাম। কিন্তু দেশের প্রতি ভালোবাসা আর বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার মান বিদেশ থেকে কম নয়, আমাদের দেশের ছেলে মেয়েরা আজ বিশ্বের বড় বড় পোস্টে কাজ করছে ।
সেইদিন বেশী দুরে নয় বাহিরের দেশের ছাত্রছাত্রীদের বিদেশ থেকে আমাদের দেশে পড়তে আসবে। তিনি আরও বলেন, আমাদের জন্যে সবাই দোয়া করবেন, আমার পরিবার যেন মানুষের সেবায় কাজ করতে পারে।