রোম, ইতালি প্রতিনিধি: ইতালি বাংলা প্রেসক্লাবের সদস্যদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন ২০১৯ রবিবার রাতে রোমের আর্কো দি ত্রিবোর্তিনা আলী বাবা কাবাব হল রুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর ফরাজী।
বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি আলী আহম্মদ ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু, সাংগঠনিক সম্পাদক সর্দার লুৎফর রহমান, দ্বীন মোহাম্মদ দিনু, জামান মোক্তার, সাংবাদিক শাহীন খলিল কাওসার সহ অনেকে।
এ সময় জনপ্রিয় অনলাইন পোর্টাল লন্ডন টাইমস নিউজ এর ডাইরেক্টর এবং প্রবাস মেলা’র ইতালির রোম প্রতিনিধি আখি সীমা কাওসারকে ইতালি বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা দেয়া হয়।
এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে করতালির মাধ্যমে আখি সীমা কাওসারকে ইতালি বাংলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সানন্দে গ্রহণ করা হয়। এক পর্যায়ে আওয়ামীলীগের জনপ্রিয় নেতা জাহাঙ্গীর ফরাজী ও আব্দুর রব মিন্টু বলেন, আখি সীমা কাওসার যথাসময়ে উপযুক্ত সম্মতি জানিয়েছেন যে ইতালি বাংলা প্রেসক্লাবের হয়ে রোম কমিউনিটিতে গঠনমূলক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করবেন আশা রাখি।
আখি সীমা কাওসার তার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সকলকে ধন্যবাদ জানান । তিনি বলেন, তারা আমাকে এই পদবীর উপযুক্ত মনে করেছেন , আমি গত তিন বছর থেকে বাঙালি কমিউনিটির বিভিন্ন সংবাদ নিঃশর্তে লন্ডন টাইমস নিউজ, প্রবাস মেলা এবং এখন জনপ্রিয় দৈনিক আজাদীতে দিয়ে থাকি, আমি আমাকে কারো কাছে কখনোই জাহির করি না যে আমি একজন সাংবাদিক, আমি সবার আগে নিজেকে মানুষ ভাবতে পছন্দ করি এবং সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে কাজ করতে আমার ভালো লাগে। একটি কথা অথবা একটি লেখার মাধ্যমে যদি কারো একটুখানি উপকার হয় তাতেই আমি সন্তুষ্ট । আমার কাজ হলো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং এতে যদি সমাজের একটু উপকার হয় এটাই হলো আমার স্বার্থকতা । আপনারা সকলেই দোয়া করবেন আমি যেন যতদিন এ কাজ করার উপযুক্ত থাকব ততদিন যেন নিঃস্বার্থভাবে সমাজের জন্য লেখার মাধ্যমে অন্তত কিছু করতে পারি এটাই হবে আমার অনেক কিছু পাওয়া । আপনাদের সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই, যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইতালি বাংলা প্রেসক্লাবের সকল সাংবাদিক কর্মকর্তাদের সাথে মিলেমিশে ইতালি বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রকম খবরা খবর নিয়ে কাজ করতে পারি ।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইতালি বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদিকা ফাহিমা হোসেন, সদস্য তাহেরুল ইসলাম, তাজিন পপি সহ অনেকে।
এ সময় অতিথিবৃন্দ বলেন, সাংবাদিকরা সমাজের ভালোমন্দ তুলে ধরবে এটাই প্রত্যাশা আমাদের, তবে আমরা লক্ষ করছি বিভিন্ন জায়গায় দুর্নীতি হচ্ছে কিন্তু সাংবাদিকরা তুলে ধরছে না, কিন্তু কেন ? আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের হয়ে কাজ করে থাকি, আপনারা সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন নির্ভয়ে, আমরা হতবাকহচ্ছি কেন আপনারা পাসপোর্ট নিয়ে যে সমস্যা গুলো দূতাবাসে হচ্ছে তা সত্যি ভাবে তুলে ধরছেন না ? আমরা এটা বলতে চাই সত্য সংবাদ তুলে ধরতে গিয়ে যদি কোন হুমকির শিকার হন তাহলে ঐ হুমকি দাতাদের দেখে নেওয়ার দায়িত্ব আমাদের, আপনারা ইতালি বাংলা প্রেসক্লাবের সাংবাদিকরা ইতালিতে যেখানেই অনৈতিক, ঘুষ দুর্নীতির মত কাজ হচ্ছে যা আমরা বাঙালি কমিউনিটি কখনোই আশা করিনা, তাই নির্দ্বিধায় বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরবেন।
একজন সাংবাদিক তার কলমের ২/৪ শব্দ লিখে সমাজের অনেক উপকার করতে পারে, আমরা আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কখনো পিছপা হবেন না ।আমরা আপনাদের সাথে আছি, থাকব ইনশাল্লাহ। ইতালিতে রোমসহ প্রতিটি শহরে সুন্দর একটি বাংলাদেশি কমিউনিটি গড়ে উঠুক, যা গোটা বিশ্বে বাংলাদেশকে প্রেজেন্ট করবে বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রাখবে এটাই আমরা চাই ।