আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ১৮ জুলাই ২০২২, সোমবার ইতালির রাজধানী রোমে এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। পরিষদের সভাপতি অলিউদ্দিন শামীমের সভাপতিত্বে ও সুস্মিতা সুলতানার সঞ্চালনায় প্রথমেই কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো: বিল্লাল হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মো: শামীম আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আসিফ আনাম ছিদ্দিক, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সিনিয়র, চেয়ারম্যান জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান, বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি ও ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ এসোসিয়েশন নাপলী ইতালির সভাপতি জয়নাল আবেদিন হাজারী।
উক্ত পরিচিতি সভায় আরো বক্তব্য রাখেন মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সভাপতি লায়লা শাহ্, মহিলা সংস্থা ইতালির সাধারণ সম্পাদিকা আরিফা সৈয়দাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি, পাবনা জেলা সমিতি ইতালি, শেন্তশেল্লী ঐক্য পরিষদ ইতালি, রোম বিডি স্পোটিং ক্লাব ইতালি সহ ইতালির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক তার বক্তব্যে পরিষদের কার্যক্রম ও করণীয় বিষয় তুলে ধরে বলেন, ইতিমধ্যে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ড. এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতে করে প্রবাসীদের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা উত্থাপন করেছি। এতে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশ সরকার সব সময় প্রবাসীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে অঙ্গীকারবদ্ধ। অতিদ্রুত প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করে প্রবাসীদের সমস্যা সমাধান করা হবে। সভাপতি অলিউদ্দিন শামীম প্রথমে কার্যনির্বাহী কমিটির পরিচয় করিয়ে দেন এবং আগত অতিথি ও ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলের উপস্থিতির জন্য। এছাড়াও আগামী ৪ সেপ্টেম্বর ২০২২ বড় পরিসরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান ও প্রতি বছর ৩০ ডিসেম্বর বহির্বিশ্বে একসাথে এন আর বি ড্যে পালনের ঘোষণা করেন।
প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মো: শামীম আহসান তার বক্তব্যে বলেন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ আঞ্চলিক রাজনৈতিক ভেদাভেদের উর্ধ্বে সকল প্রবাসীদের জন্য সমানভাবে কাজ করবে এবং বাংলাদেশ দূতাবাস ইতালি সবসময় প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে সহযোগিতা করবে।
তাছাড়া ও রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও দূতাবাসের সেবা, ইতালি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির কাছে তুলে ধরে বলেন, দূতাবাস সব সময় আপনাদের সেবায় নিয়োজিত। বিশেষ অতিথি দূতাবাসের প্রথম সচিব আশিফ আনাম ছিদ্দিক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ইতালির বিভিন্ন শহর থেকে আগত অন্যান্য উপস্থিত সকল অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ এর ভূয়সী প্রশংসা করে বলেন, আমরা আশা করি আপনারা সকল প্রবাসীদের জন্য কাজ করবেন। পরিশেষে এক নৈশভোজের মাধ্যমে সভাপতি অলিউদ্দিন শামীম অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।