আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালির রোমে একটি পার্কে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ পাওয়া গেছে। ১৪ নভেম্বর নিখোঁজ হয় ইতালি প্রবাসী মুন্সিগঞ্জের আনোয়ার খান। খোজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে স্থানীয় লোকজন এবং তার বন্ধুরা প্রশাসনের দারস্থ হয়। কিন্তু গত কয়েকদিনেও তার কোন হদিস পাওয়া যাচ্ছে না।
এমতাবস্থায় ব্যবসায়ী আনোয়ার খানের লাশ রোমের ক্যাসেলিনা পার্কে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ খুঁজে বের করে। এটি হত্যা নাকি আত্মহত্যা এখন পর্যন্ত জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানান।
আনোয়ার খান এর বাড়ী মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়ায়। অনেকর সাথে কথা বলে জানা গেছে কেউ এখন পর্যন্ত বুঝতে পারছে না এটি হত্যা নাকি আত্মহত্যা । ময়নাতদন্তের পরেই সব জানা যাবে। অবশ্য ইতালিতে এধরনের মৃত্যুর নতুন ঘটনা নয়, এর আগেও এধরনের ঘটনা কয়েকবার ঘটেছে বলে জানা গিয়েছে।