মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ২৫ জুন ২০২২ সন্ধ্যায় ইতালির ভেনিসে স্থানীয় মেস্ত্রে ঢাকা বিরিয়ানী হাউসে ‘বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উদযাপন কমিটি’ কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনাব বিল্লাহ হোসেন ঢালী এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন মোস্তাক আহমেদ ও সোহেলা আক্তার বিপ্লবী। আনন্দঘন এই অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় মঞ্চে উপস্থিত ছিলেন ইতালির আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেহান উদ্দিন দুলাল, আবদুর রহমান (বারী) প্রধান উপদেষ্টা ভেনিস বাংলা স্কুল, সরদার সালাহ উদ্দিন নান্নু, সাবেক সিনিয়র সহ সভাপতি, ভেনিস আওয়ামীলীগ, কাজি আঃ মান্নান, সাবেক সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ ইতালি, হাকিম মাষ্টার, আওয়ামীলীগ নেতা, ভেনিস, বিল্লাল হাসাইন আওয়ামীলীগ নেতা ভেনিস, তাজুল ইসলাম সভাপতি আব্দুল্লাপুর আঞ্চলিক সমিতি ভেনিস, জাওয়ার মোড়ল প্রধান উপদেষ্টা দোহার ভেনিস ঐক্য পরিষদ, শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস, মামুন ঢালী সহ সভাপতি আওয়ামীলীগ ভেনিস, লিটন ঢালী সহ সভাপতি আওয়ামীলীগ ভেনিস, লিটন মাতব্বর আওয়ামী লীগ নেতা ভেনিস, সবুজ সৈয়াল যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামীলীগ ভেনিস, মোক্তার মোল্লা সাংগঠনিক সম্পাদক আওয়ামীলীগ ভেনিস, মোবারক হোসেন সভাপতি কিশোরগঞ্জ জেলা সমিতি ভেনিস, প্রিন্স হাওলাদার সভাপতি জওবানি পের লুমানিতা ভেনিস, শাইখ আহমেদ প্রধান পৃষ্ঠপোষক চ্যালেন প্রবাহ, শহিদুল ইসলাম শহিদ সাধারণ সম্পাদক ভৈরব পরিষদ ভেনিস,ফয়সাল আহমেদ যুবলীগ নেতা ভেনিস, কাজী ফারুক আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ আওয়ামীলীগের সুদীর্ঘ ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামে জাতির জনক বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করেন এবং চ্যালেঞ্জিং পদ্মা সেতু নির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ ও দৃঢ় প্রত্যয়ের প্রশংসা করে নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
ইতালি আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেহান উদ্দিন দুলাল বলেন, পদ্মা সেতু আজ গর্বিত বাংলাদেশের প্রতীক। বাংলার মানুষের স্বপ্ন, সাহস, সক্ষমতার প্রতীক ও উন্নয়নের মাইলফলক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা আর ইস্পাত কঠিন নেতৃত্বের ফসল আজকের বাংলাদেশ যা সারা বিশ্বে উন্নয়নের বিস্ময়। আলোচনা পর্বশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও বিভিন্ন রকম গান পরিবেশন করা হয়। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়।