আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: ইতালিতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৫২১৮, মৃত্যু ২১৮ জনের । আক্রান্তের সংখ্যা আশানুরূপভাবে না কমলেও মৃত্যুর সংখ্যা অনেক কমে এসেছে এবং সুস্থতার হার ১২ হাজার ৬৯৫ জন। অর্থাৎ আক্রান্ত সংখ্যা কিছুটা কমে আসলে ও সুস্থতার হার আগের তুলনায় অনেক বেশি। একই দিনে করোনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৪৪ জনের।
এখন পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত চার মিলিয়নের বেশি ছাঁড়িয়ে গেছে। মোট মৃত্যুর সংখ্যা এক লাখ পঁচিশ হাজার দুইশ আঠারো জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় চার মিলিয়ন এর আগে ২০ মে আক্রান্ত হয় পাঁচ হাজার ৭৪১ এবং মৃত্যুর সংখ্যা ছিল ১৬৪ জন।
উল্লেখ্য, ইতালিতে করোনা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। দিনে দিনে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক কমে গেছে। আগের তুলনায় মানুষের চলাফেরা অনেক স্বাভাবিক হচ্ছে । দোকানপাট ব্যবসা বাণিজ্য আগের মত খুলতে যাচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা ইতালি ভ্রমণ করতে পারবেন। জানা গেছে, আগামী মাস থেকে চলাফেরা আরও শিথিল করা হবে। এ নিয়ে আলোচনা করছে বর্তমান সরকার।
পাশাপাশি ইতালিতে ভ্যাকসিন নেওয়ার গতি যদিও আগে একটু কম ছিল। খুব ধীরগতিতে চলছিল করোনার ভ্যাকসিন দেওয়ার গতি। কিন্তু এখন খুব সহজেই ৪০বছর বয়স থেকে যে কেউ পছন্দমত ভ্যাকসিন নিতে পারবেন। অনলাইনে বিশেষ একটি অ্যাপসে ফরম ফিলাপ করে সাথে সাথে পেয়ে যাচ্ছেন ভ্যাকসিন নেওয়ার অ্যাপয়েনমেন্ট। কোনরকম বিড়ম্বনা ছাড়াই খুব সহজেই ভ্যাকসিন নিতে পারবেন ইতালিতে বসবাসকারী যেকোনো দেশের অভিবাসীসহ ইতালিয়ান জনগণ।
স্থানীয় ফার্মেসিসহ, স্থানীয় হসপিটাল এবং ফ্যামিলি ডাক্তারের কাছে এই ভ্যাকসিন নিতে পারবে। আরও জানা গেছে ১৮ বছরের স্টুডেন্টরাও ভ্যাকসিন নিতে পারবেন। দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে ইতালিতে ভ্যাকসিন দেয়ার সংখ্যা। এদিকে বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বেড়েই চলেছে। এখন পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৬ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৭৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ লাখ ৫৭ হাজার ৬১৯ জন। ২২ মে ২০২১, শনিবার সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
(World Meter) ওয়ার্ল্ড মেটাররের তথ্যানুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে বিশ্বে ১২ হাজার ৯৬৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬ লাখ ২৪ হাজার ১৬৩ জন। আর এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৪২১ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৩৯৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৪০৮ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৭৩ লাখ ৯৯ হাজার ৪২৯ জন।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এরপরই রয়েছে ভারত। প্রায় এক মাস ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। ভারতে এখন পর্যন্ত দুই কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৫ হাজার ৫০৮ জনের। আর সুস্থ হয়েছেন দুই কোটি ৩০ লাখ ৫৯ হাজার ১৭ জন।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক কোটি ৫৯ লাখ ৭৬ হাজার ১৫৬ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৪৬ হাজার ৫২৭ জনের। আর সুস্থ হয়েছেন এক কোটি ৪৪ লাখ ২২ হাজার ২০৯ জন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলো- চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।