প্রবাস মেলা ডেস্ক: চিত্রনায়িকা শাহনূর অভিনীত ‘ইন্দুবালা’ সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি নির্মাণ করেছেন জয় সরকার। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র লাভ করেছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে শাহনূর বলেন, ‘ইন্দুবালা এরই মধ্যে আনকাট সেন্সর ছাড়পত্র লাভ করেছে। শুনেছি সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির গল্পের এবং নির্মাণশৈলীর প্রশংসা করেছেন। শুটিংয়ের সময়ই আমার কাছে মনে হয়েছিল এটি একটি ভালো ছবি হতে যাচ্ছে। সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসা যেন তারই প্রমাণ করেছে। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’
নিমার্তা জয় সরকার জানান, শিগগিরই ‘ইন্দুবালা’ সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। এর কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন মাসুম আজিজ। এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার জীবনের সাফল্যগাথা নিয়েই নির্মিত হয়েছে ‘ইন্দুবালা’ ছবিটি।
এই সিনেমায় আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, আনিসুর রহমান মিলন, আশিক চৌধুরী, সাদেক বাচ্চু, মাসুম আজিজসহ আরো অনেকে।