প্রবাস মেলা ডেস্ক: জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। অভিনয়ের সূত্র ধরেই তাদের পরিচয়। এরপরে জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পায়। এভাবেই শুরু হয় দু’জনার পথচলা। একটা সময় প্রেম, তারপর বিয়ে- ঘর, সংসার, সন্তান।
১৯৯৫ সালের ২ আগস্ট ভালোবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওমর সানী ও মৌসুমী। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭টি বছর পার করেছেন প্রেমময় জীবন। আজ এই জুটির বিবাহবার্ষিকী।
এ নিয়ে ওমর সানী আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন: ‘আল্লাহ একসাথে থাকার তৌফিক দান করুন বাকি জীবন, শুভ বিবাহবার্ষিকী মৌসুমী।’
১৯৯৪ সালে পরিচালক দিলিপ সোম মৌসুমী-ওমর সানীকে নিয়ে নির্মাণ করেন ‘দোলা’। এরপর বেশ কিছু সিনেমায় তাদের একসঙ্গে দেখা গিয়েছে। সর্বশেষ এক্সেল ফিল্মসের ব্যানারে ‘সোনার চর’ সিনেমায় জুটি বাঁধেন তারা।