মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে বিশিষ্ট প্রবাসীদের হাতে পাক্ষিক প্রবাস মেলা। সম্প্রতি বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি জনাব এম. এ বাসার এবং বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই এর সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ সিআইপির হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার ইউএই, দুবাই প্রতিনিধি মহিউল করিম আশিক।

তারা পত্রিকার প্রশংসা করে বলেন, প্রবাস মেলা প্রবাসীদের পত্রিকা। প্রবাসীদের সুখ-দুঃখ, সাফল্য-সম্ভাবনা তুলে ধরতে পত্রিকা ভূমিকা রাখছে। আশা করি পত্রিকাটি ভবিষ্যতেও প্রবাসীদের মুখপত্র হিসেবে কাজ করে যাবে। তারা প্রবাস মেলা’র কলাকুশীলদের ধন্যবাদ জানান এবং এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।