মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স মেম্বারশীপ কার্ড বিতরণ ও আলোচনা সভা ১৩ জুন ২০২২, সোমবার আজমান বাগদাদ মার্কেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আজমান বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওনার্স এসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী বাগদাদ মার্কেট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
মাহমুদ আলমের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজমান বাংলাদেশ সমিতির আহবায়ক আবদুল হালিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলদেশ কনস্যুলেট দুবাই প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, বাংলাদেশ বিজনেস ফোরাম (বিবিএফ) এর সভাপতি ও টোকিওসেট গ্রুপের চেয়ারম্যান মো: মাহাবুব আলম মানিক সিআইপি, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মোহাম্মদ মনসুর সবুর, আজমান বাংলাদেশ রেডিমেট গার্মেন্টস ওনার্স এসোসিয়েশনের আহবায়ক হাসান জাকির, বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন এর সভাপতি শিকদার মো: সাফায়েত উল্লাহ, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমেদ মুকুল, আজমান বাংলদেশ বিজনেস এসোসিয়েশন সাধারণ সম্পাদক মকবুল হোসেন, শাকিল আহমেদ, মো: বারেকুজ্জামান, মেজবা উদ্দিন গাজী, মোহাম্মদ কবির, মোহাম্মদ নাছির, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হিরন, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রাজু আহমেদ, মোহাম্মদ মতিউর রহমান, মো: হায়দার, সালাউদ্দিন রনি, মোহাম্মদ রিপন, সালাউদ্দিন আরিফ, মো: নুরুল আমিন প্রমুখ।
কনসাল জেনারেল বিএম জামাল হোসেন ওয়েজ আর্নার্স কল্যাণ তহবিল হতে প্রদত্ত সেবাসমূহ প্রসঙ্গে তিনি বলেন, বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের আইন, সংস্কৃতি, ভাষা ইত্যাদি বিষয়ে ব্রিফিং প্রদান, বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশ গমণ ও প্রত্যাবর্তনে সহায়তা প্রদান, প্রবাসী কর্মীদের আইনগত সহায়তা প্রদান, প্রবাসে আটকে পড়া কর্মীদের দেশে ফেরত আনয়নে সহযোগিতা প্রদান, দুর্ঘটনায় আহত ও অসুস্থ প্রবাসী কর্মীকে আর্থিক সাহায্য প্রদান, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মী ও মৃতদেহ দেশে ফেরত আনা ও দাফনে আর্থিক সহায়তা প্রদান, প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা প্রদান করা হবে।