মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: আবুধাবীস্থ বাংলাদেশ সমিতির হলরুমে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ সমিতির উদ্যোগে প্রবাসীদের সৌজন্যে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল ছালাম তালুকদার এবং যুগ্ম সম্পাদক নাছির তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূতাবাসের রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ ইমরান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সমিতি হলো আমিরাতে অবস্থানরত প্রায় সাড়ে সাত লাখ প্রবাসী বাংলাদেশিদের একমাত্র রেজিঃকৃত সংগঠন। তাই সব সময় প্রবাসীদের সুখে দুঃখে এই সংগঠনকে পাশে থাকতে হবে। এছাড়াও তিনি সংগঠনের বর্তমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশ সমিতির ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি ছিলেন রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জান ফারুকী, শেখ যায়েদ ইউনিভার্সিটির অধ্যাপক মুহাম্মদ হাবীবুল হক খন্দকার, রাস আল খাইমা বাংলাদেশ স্কুলের সভাপতি পেয়ার মুহাম্মদ, শারজা বাংলাদেশ সমিতির সভাপতি মুহাম্মদ আবুল বশর, ফুজিরা বাংলাদেশ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইন্জিনিয়ার তপন, সহ সভাপতি বখতিয়ারুল ইসলাম চৌধুরী, ফুজিরা বাংলাদেশ সমিতির সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুল আলম, জনতা ব্যাংক সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বিমান কান্ট্রি ম্যানেজার এন সি বড়ুয়া, বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, ইউএই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মোরশেদ আলম, সদস্য মুহাম্মদ সেলিম, আবদুল মন্নান সহ আমিরাতের বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শওকত আকবর, নুর মুহাম্মদ, আবদুল কুদ্দুস খালেদ, আলহাজ্ব দিদারুল আলম, সিরাজুল ইসলাম, মুহাম্মদ ইসমাঈল হোসেন তালুকদার, শামসুল হক মিজান, শাখাওয়াত হোসেন বকুল, ফজলুল করিম, জাকের হোসেন জসিম, আবু তাহের তারেক, ইন্জিনিয়ার মফিজ, আহম্মদ হোসেন তালুকদার, মুহাম্মদ মঈনুদ্দিন, সৈয়দ লুৎফর রহমান, জসিম উদ্দীন সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে মিলাদ ও মোনাজাত করেন বিশেষ অতিথি মাওলানা আবদুর রহিম।