মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে শুভাগমন উপলক্ষে কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারীকে সৌদি আরব শাখা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের পক্ষ থেকে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সৌদি আরব মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি এইচ এম আলমগীর হোসেনের সভাপতিত্বে – যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য আবু বকর সিদ্দিক আবু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাক্তার মোঃ শাহ আলম, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবুল দাস, রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবুল বাসার মাতববর, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গিয়াস মজুমদার, রিয়াদ বৃহত্তর চট্টগ্রামের বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সধারন সম্পাদক—মোহাম্মদ এসকান্দার, মিলিনিয়াম এয়ার সার্ভিসেস লিঃ এর সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ সাইদ রিয়াদস্ত নাংগলকোট উপজেলা যুবলীগের সভাপতি– আশরাফুল আলম,
রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সভাপতি – আবদুর রশিদ ভূঁইয়া, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লোকমান হোসেন মিয়াজি, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ- সভাপতি জসিম উদ্দিন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সহ- সম্পাদক গেয়াস উদ্দিন চোটন ।
পরে বাংলাদেশ থেকে আগত সংবর্ধীত অতিথি কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন আনসারীকে মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সৌদি আরব শাখার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।