নজমুল হেলালঃ
কখনও একটু পরিচর্যা
দু্’ এক মগ জল ঢেলেছো
কত অসুখ বিসুখ হয় গাছেরও
দূষিত বাতাস ওদেরকেও কষ্ট দ্যায়
কাঁদায়।
ক্লান্ত বিষন্ন ক’রে তোলে
ক’দিন খোঁজ রেখেছো সততা’র সাথে
শুধু আপন যন্ত্রণা লাঘবে মত্ত মাতাল
নিজের কথা’য় ব’লে যাও বারবার
ঝড় ঝঞ্ঝা স’য়ে ফুল ফল দ্যায়
এবার দেখলে তো শিলাবৃষ্টি ঝড়ে সয়লাব
সুবাসিত আঙিনায় হতাশ হতভম্ব যেন
অথচ কী দায়িত্বহীন
একটা আপেলও পেলে না ব’লে
কুৎসা রটাচ্ছো গালি দিচ্ছো।
প্লিজ্
নিধন যজ্ঞে মেতো না কখনও
সবুরে মেওয়া ফলে
বিফল কর্ম করো না কস্মিনকালেও
নিলে তো ঢের
দিলে না কিছুই
স্বার্থপরতা’র সাথে বসতি গড়িলে
সে কাঙ্গাল হয়ে যায়।