প্রবাস মেলা ডেস্ক: আজ ৭ জানুয়ারি জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জন্মদিন । আঁখি আলমগীর বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা আলমগীর এবং গীতিকবি খোশনূরের কন্যা।
এদিকে গত রাত ১২টার পর থেকেই ভক্ত ও শুভাকাংখীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন আঁখি আলমগীর।
প্রয়াত বরেণ্য চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবিতে শিশুশিল্পী হিসেবে ১৯৮৪ সালে অভিনয় করেন আঁখি আলমগীর। প্রথম ছবি দিয়েই তিনি জয় করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। যদিও এরপর আর তাকে সেভাবে অভিনয়ে দেখা যায়নি।
আঁখি আলমগীরের জন্মদিনের প্রথম প্রহর শুরু হয় তার দুই মেয়ে স্নেহা ও আরিয়ার অপরিসীম ভালোবাসার মধ্য দিয়ে। তারা দু’জন মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, কেক কাটেন। এরপর ১২টা ৫ মিনিটের মধ্যে বাবা, মা এবং কাছের মানুষদের শুভেচ্ছায় সিক্ত হন আঁখি আলমগীর।
এদিকে আজ দুপুর ১২টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সরাসরি ভক্ত, দর্শক এবং শুভাকাংখীদের সঙ্গে কথা বলেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৭ সালে আঁখি আলমগীরের প্রথম একক অ্যালবাম ‘প্রথম কলি’ প্রকাশিত হয় ।
বাংলাদেশের ব্যাপক জনপ্রিয় কন্ঠশিল্পী আঁখি আলমগীরকে তার জন্মদিন উপলক্ষ্যে প্রবাস মেলা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।