প্রবাস মেলা ডেস্ক: শারমীন জোহা শশী বলেন, বাংলা নাটক এখন পুরোপুরি এজেন্সি নির্ভর হয়ে গেছে। এছাড়াও গুণী এই অভিনেত্রী জানান অনেক নির্মাতা এখন গল্পের চেয়ে শিল্পীদের বেশি প্রাধান্য দিচ্ছে। শারমীন জোহা শশী টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন। ক্যারিয়ারের এই সময়ে শশী তার দারুণ আক্ষেপ এর কথা জানান। তিনি বলেন, গেল কয়েক বছর আগেও নানা ধরনের চরিত্রে ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব পেতাম। কিন্তু এখন তেমন চরিত্র খুব কম পাওয়া যায়। নাটকের সংখ্যা না বাড়িয়ে আমাদের টিভি চ্যানেল ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোকে বাজেটের দিকে মনোযোগ হওয়ার কথা জানান তিনি।
শারমীন জোহা শশী বর্তমানে একাধিক টিভি ধারাবাহিক নাটকে ব্যস্ত সময় পার করছেন। উল্লেখযোগ্য ধারাবাহিকগুলো হলো এস এম শাহীনের ‘সোনাভান’, জুয়েল শরীফের ‘ভুবন ডাঙ্গা’, সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’ এবং শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’ ও ‘দুলাভাই জিন্দাবাদ’। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন বলে জানান। টিভি নাটকের বাইরে ব্যতিক্রমর্ধী গল্প ও চরিত্র পেলে চলচ্চিত্রেও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন গুণী এই অভিনেত্রী।