প্রবাস মেলা ডেস্ক: তরুণ প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা পূজা চেরি ভারতে পুরস্কৃত হচ্ছেন। ভারত-বাংলাদেশ সংহতি মঞ্চ নামের প্রতিষ্ঠান থেকে অভিনয়ে বিশেষ অবদানের তাকে এ পুরস্কার দেয়া হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, তারা পূজাকে একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মানসূচক পুরস্কার প্রদান করছে।
আয়োজনে অংশ নিতে গত ৬ জুন ভারতে পৌঁছান পূজা। ৯ জুন ২০২২ কলকাতার রোটারি হাউস অডিটোরিয়ামে সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে ‘গলুই’ ছবির নায়িকার হাতে পুরস্কার তুলে দেয়া হবে।
কলকাতা থেকে পূজা চেরি বলেন, আগেও অনেক পুরস্কার পেয়েছি আমি। তবে এই পুরস্কারটি আমার জন্য বাড়তি আনন্দের। কারণ প্রথমবার দেশের বাইরে থেকে পুরস্কার পেতে যাচ্ছি। এটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দর্শকদের আরও ভালো ভালো চলচ্চিত্র উপহার দিতে চাই।
তিনি আরও বলেন, আমি স্বপ্ন দেখি আমার দেশের চলচ্চিত্র বিশ্বব্যাপী আরও ছড়িয়ে যাবে। আর সেই যাত্রায় যদি বিন্দুমাত্র অবদান রাখতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড়প্রাপ্তি।
অল্প কিছু দিনের মধ্যেই দেশে ফিরবেন পূজা। আপাতত নতুন প্রোজেক্টের স্ক্রিপ পড়েই বেশির ভাগ সময় কাটছে বলে জানালেন তিনি।