প্রবাস মেলা ডেস্ক: অন্তর্জালে মুক্তি পেলো কাজী রাকীব প্রযোজিত এবং অনিক কান্তি সরকার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ ।
আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী রাকীব, কাজী আনিসুল হক বরুণ প্রমুখ। মানব সভ্যতা সময়ের বিবর্তনে এগিয়ে গেলেও নারীদের ফাঁদে ফেলে যৌন পেশায় নিয়োজিত করার অপরাধের কোনো পরিবর্তন ঘটেনি। নারী নির্যাতন, মানব পাচার ও মাদকের নেশায় যুব সমাজের অবক্ষয়ের বিষয়কে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘পাপবাজার’।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’ এর টাইটেল সং ‘দুনিয়াটা পাপের বাজার’। গানটি লিখেছেন শাহীন রেজা রাসেল, কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ, সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস.এম নাসির।
চলচ্চিত্রটিতে চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত কমল চন্দ্র দাস। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন ফকরুল ইসলাম। ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ডিজাইন করেছেন ভারতের টলিগঞ্জের আয়ুশ দাস।