প্রবাস মেলা ডেস্ক:
বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং খাদ্য নিরাপত্তাহীনতায় ভূগছে। এই ঝুকিপূর্ণ সময়ে দিনমজুর এবং আয়ের মানুষেরা চরম অর্থনৈতিক মন্দায় খাবার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার সক্ষমতা হারিয়েছে। এই দুঃসময়ে বেসরকারী উন্নয়ন সংস্থা ডিসিআই-আরএসসি অবহেলিত এইসব মানুষদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য অর্থ সংগ্রহ করছে।
ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং রাইটস এ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) তাদের সান চাইল্ড স্পন্সরশিপ প্রোগ্রামের (এসসিএসপি) আওতাভূক্ত জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ৮০০ এর অধিক সদস্য বিশিষ্ট মোট ১৬০টি পরিবারকে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করে। প্রতিটি পরিবারকে ৭ কেজি চাউল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্য তেল, ১ কেজি আলু, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম রসুন, এবং দুটি করে হাত ধোয়ার সাবান প্রদান করা হয়। এই মহৎ উদ্দেশ্যে পাশে থাকার জন্য আমরা সকল সহায়তাকারীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানায় কর্তৃপক্ষ।
ডিসিআই প্রতিষ্ঠাতা ও সম্মানিত নির্বাহী পরিচালক ডা. এহসান হক উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সরাসরি ভিডিও বার্তার মাধ্যমে উপস্থিত থেকে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সহায়তাপ্রাপ্ত পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, “আমরা আপনাদের ভুলে যাইনি। বিদেশে বসবাসরত স্বচ্ছল বাংলাদেশীরা এই দূর্যোগময় সময়ে আপনাদের পাশে আছে। আমরা আপনাদের প্রত্যেকের দরজায় খাদ্য-সামগ্রী পৌঁছে দিতে সর্বাত্মক চেষ্টা করছি।”
জনাব মহিউদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), জলঢাকা, নীলফামারী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন এবং সহায়তা প্রাপ্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া জনাব মো. হাসীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রেজাউল হক বাবু, চেয়ারম্যন, কৈমারি ইউনিয়ন; ডালিম চন্দ্র রায়, মেম্বার, কৈমারি ইউনিয়ন; এসসিএসপি স্থানীয় কমিটির সদস্যবৃন্দ; গাবরোল স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ; এবং স্থানীয় গণ্য-মান্য ব্যাক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনাব গোলাম কিবরিয়া, এরিয়া ম্যানেজার, আরএসসি; অনুষ্ঠান পরিচালনা করেন এবং অতিথিদের সাথে ডিসিআই-আরএসসি এর পরিচয় করিয়ে দেন।
এই সঙ্কটের শেষ এখানেই নয়! হাজার হাজার মানুষ তাদের দৈনন্দিন খাবার ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। আমরা পর্যায়ক্রমে এই সহায়তাকে প্রসারিত করছি। এই মহৎ প্রচেষ্টায় সহায়তার জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন: https://distressedchildren.org/ আপনাদের প্রতিটি অনুদানই ডিসিআই-আরএসসি- এর নির্দিষ্ট ক্ষেত্রেই সরাসরি ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রেই কোন না কোন মানুষের জীবন পরিবর্তনে ভূমিকা রাখছে।
ডিসিআ্ই-আরএসসি মোবাইল ব্যাংকিং বিকাশ মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে জরুরি অনুদান সংগ্রহ করে থাকে। করোনা ত্রাণ তহবিলে অনুদানের জন্য উল্লেখ করুন ’করোনা রিলিফ ফান্ড’। অনুদানের জন্য নিন্মের পদ্ধতি অনুসরণ করুনঃ
ওয়েবসাইট ঃ https://distressedchildren.org/gift-category/covid-19/ অথবা
বিকাশ (মার্চেন্ট) ঃ +৮৮০১৭২৮৬৪২২০৪