হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পারটি হলে ১৫ নভেম্বর সন্ধ্যা থেকে রাত ১০ টা অবধি আনজুমানে আল ইসলাহ ইউএসএ শাখার আয়োজনে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত হয়েছে । এতে নিউইয়র্ক স্টেট ও সিটির অন্যান্য শাখা থেকে বিপুল সংখ্যক রাসূল প্রেমিক জনতার উপস্থিতি ছিল লক্ষ্যণীয় ।
সকলেই পুরো অনুষ্ঠান জুড়ে অত্যন্ত ধৈর্য সহকারে বিশ্ব মানবতার মুক্তির দূত, প্রিয় নবী হযরত মোহাম্মদ সা. এর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুনেন ।
বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা জালাল সিদ্দীকের সভাপতিত্বে ও মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া এবং হাফিজ ওহী আহমদ চৌধুরীর পরিচালনায় মিলাদুন্নবী সা. অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন ড. ওয়াসিম চেটিলা । প্রধান অতিথি ছিলেন, ড. হাজজ আল গাজজাই।
অনুষ্ঠানে নিউইয়র্ক স্টেট, সিটি ও নিউজার্সির বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা সুননাতুর রহমান, মাওলানা সাব্বির আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মঈনুল ইসলাম, মাওলানা মাসুদ ইকবাল, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা মুতাকিল বিল্লাহ, সুফী আব্দুল মুততাকিম, মুফতি আনসারুল করীম, মাওলানা আব্দুন নুর, মাওলানা সৈয়দ সাজিদুল হক প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে রাসূল সা. এর জীবনের নানা দিক উপস্থিত সকলের সামনে তুলে ধরে বলেন, আল্লাহর হাবিবের গুনগানের শেষ নেই । উনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যদি পর্যালোচনা করি তাতে দেখা যায় অন্ধকার সময়কে আলোকিত ও সমগ্র মানবজাতিকে সুন্দর আগামী উপহার দেয়ার জন্য উনার জন্ম হয়।
উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ কাউসার আহমদ, হাফেজ জামসেদ হোসেন, হাফেজ এবাদুর রহমান, মাওলানা কুতুব আহমদ, মাওলানা শাহান, জুবায়ের আহমদ রাজু, আব্দুল কাইয়ুম, আশিক খান, মাওলানা মুখলেছুর রহমান, মাওলানা লুৎফুর রহমান প্রমুখ । আলোচনার শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ও রাতের খাবার পরিবেশন করা হয় ।