হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: প্রবাসীদের অধিকার ও বাংলাদেশের উন্নয়ন এই স্লোগানকে নিয়ে গঠিত ‘কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল’ এর দু’দিনব্যাপী বিশেষ অধিবেশন ও সাংগঠনিক সভা ২২ ও ২৩ অক্টোবর মঙ্গলবার ও বুধবার স্পেনের ঐতিহাসিক বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হবে
নর্থ আমেরিকার কানাডা থেকে কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিকল্পনা পরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ মিয়া ও নাসিমা আক্তার ইলিয়াছ, যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে সিকদার গিয়াসউদ্দিন (পরিকল্পনা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সমন্বয়ক), সৈয়দা নওরোজ জাহান,ক্যালিফোর্নিয়ার হলিউড থেকে মোহাম্মদ শাহজাহান, ফ্লোরিডা থেকে কেন্দ্রীয় সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবী নওশাদ চৌধুরী ও রিতা চৌধু রী, নিউইয়র্ক থেকে কেন্দ্রীয় সমন্বয়ক ও আমেরিকান প্রেসক্লাব অব অরিজিন সভাপতি, সিনিয়র সাংবাদিক, প্রাবন্ধিক হাকিকুল ইসলাম খোকন ও কেন্দ্রীয় সমন্বয়ক ও বার্ড প্রকাশনা সংস্থার সত্ত্বাধিকারী কবি ও লেখক এ বি এম সালেহউদ্দিন, টেক্সাস থেকে বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট রায়হানুল ইসলাম চৌধুরী উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এছাড়াও এই বিশেষ অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক ও বিভিন্ন দেশের প্রবাসীরা যোগ দেবেন।