রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ২৯মার্চ ২০২০ইং, রবিবার চট্টগ্রামের দেয়ানবাজার এলাকার দুঃস্থ মানুষের মধ্যে ব্যাক্তিগত তহবিল থেকে বরাদ্দকৃত নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করার সিদ্বান্ত নেন সিআইডি ইন্সপেক্টর শরীফ ও ব্যাংকার সহধর্মিণী খায়রুল জান্নাত,। বিশ্বস্ত সুত্রে জানা যায়, তাদের পক্ষ থেকে করোনা পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষনিকভাবে ৫০টি দুঃস্থ পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় বাজার বরাদ্দের সিদ্বান্ত নিয়েছে। এতে রয়েছে ১টি ২৫ কেজির চালের বস্তা, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১টি সেভলন সাবান।

এই ব্যাপারে ইন্সপেক্টর শরীফ বলেন,আসলে আমি ফেইসবুকে একটি পোষ্ট দেই, আর সেটা দেখে ভালবাসার কিছু গণমাধ্যমকর্মী ভাই ও বন্ধু আমাকে নক করছেন, আসলে সত্যি লজ্জা লাগছিল পোস্ট দিতে কারণ বর্তমানে দেশে যে পরিমাণ সংকট ও ক্রান্তি চলছে সেখানে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের জন্য আমার এই সহযোগিতা বা গিফট অতি নগন্য। তারপরও আমি পোষ্ট দেই যার পিছনে রয়েছে গভীর অর্থবহ আগামীর দিন গুলি। বরাবরই চেষ্টা করে যাই সমাজের দুস্থ বা হত-দরিদ্রের জন্য নিজের সাধ্যমত কিছু করার। আমার এই পোষ্টটি আত্নপ্রচারনার জন্য নয়,এটা অন্য সবাইকে দেশের এই মহাদুর্যোগে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুপ্রেরণা মাত্র। আমার সাথে আজ আমার সহধর্মিণী দাঁড়িয়েছে, শারীরিক ও মানসিকভাবে সাহায্য করেছে, সাহায্য করার পাশাপাশি তারা শিখে নিয়েছে কিভাবে সমাজের মানুষের পাশে দাঁড়াতে হয়, তারা বুঝে নিয়েছে দেশের ক্রান্তিলগ্নে আমাদের সর্বদা প্রস্তুত,আমরা শুধু নিজেরা নিজেদের জন্য নই।

তিনি আরো বলেন, এই মহামারি, ক্রান্তিলগ্নে সবার বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইবাদত করা দরকার, তিনিই একমাত্র মহামারি ও যেকোনো দূর্যোগ থেকে মানবজাতিকে রক্ষা করতে পারেন। আল্লাহর রহমতের পাশাপাশি নিজেদেরও ভাল থাকার চেষ্টা করতে হবে। তাই সবাইকে জনসচেতনতামুলক ও সাহায্য সহযোগিতা করার কার্যক্রম পরিচালনা করা উচিত।