রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: সৌদি আরব হাফার আল্ বাতেন প্রদেশে জনপ্রিয় এনটিভির ১৭ বৎসরে পদার্পণ উদযাপন করেছে বাংলাদেশ জার্নালিস্ট ডেভেলপমেন্ট সোসাইটি সৌদি আরব শাখা। অনুষ্ঠানের শুরুতে এনটিভির সৌদিআরবের প্রতিনিধি এবং বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চান আগত অনুষ্ঠানের সকল অতিথির সাথে কুশল বিনিময় করেন।
সভাপতি সাংবাদিক ও লেখক এস আর সাইফুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী খায়রুজ্জামান খায়ের। প্রধান আলোচক ছিলেন শেখ আশরাফ, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম, আজগর আলী ।
মাসুদ টাইগারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবদুল খালেক, জাহাঙ্গীর, আবদুল মোতালেব মজুমদার, সাইফুল আলম, ইদ্রিস গাজী দিদার সহ হাফার আল্ বাতেন এনটিভির দর্শক ফোরামের অনেকে ।
অনুষ্ঠানে কেক কেটে এনটিভির জন্মদিনের সূচনা করা হয়। অতিথিরা এনটিভিকে দেশ ও জাতীর সম্পদ উল্লেখ করে এর পাশে থাকার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে এনটিভির অব্যহত সাফল্য কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে আগত অতিথিদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।