ক.ম জামাল উদ্দীন, সৌদিআরব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের বিস্তার ঠেকাতে সৌদি আরব ১৫ মার্চ ২০২০, রবিবার খাবারের দোকান ও ফার্মেসী ব্যতীত গুরুত্বপূর্ণ বাজার ও শপিং মল বন্ধ করার ঘোষণা দিয়েছে। এ ঘোষণা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
সৌদি আরবের বন্দর নগরী জেদ্দার অন্যতম শপিং সেন্টার খারেস সাওয়ারিখের বিভিন্ন মলের কর্তৃপক্ষের প্রতি স্থানীয় প্রশাসন ১৫ মার্চ ২০২০, রবিবার মাগরিবের পর থেকে নোটিশ দিতে দেখা গেছে। সাথে সাথে মলগুলো বন্ধ করে দেওয়া হয়। যেমন সুক হাশেম (হাশেম মার্কেট), ঘরভায়ী মার্কেট অন্যতম। দেশটির রেস্তোঁরা এবং ক্যাফেতে খাবার সরবরাহের উপর নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেছিল তবে খাদ্য সরবরাহের পরিষেবার অনুমতি দেয়।
সৌদি আরব বিবাহ সহ সকল পাবলিক জমায়েত স্থগিত করার এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য শপিংমলগুলির অভ্যন্তরে এবং বাইরে বিনোদনমূলক এবং ক্রীড়া স্থানগুলি অস্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে। চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ জন আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে ৫৬ জনের। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত্রে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২১ জনের। আর এতে যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৪০।

সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৫৬ হাজার ১৬ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৯ জনে। এদিকে ভাইরাসটির প্রাদূর্ভাব ঠেকাতে আগামী ৩০ মার্চ পর্যন্ত বিশ্বের সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছেন এবং আজ নতুন করে দেশটিতে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে । এ নিয়ে মোট ১০৩ জন ভাইরাসটিতে আক্রান্তকারী শনাক্ত করা হয়েছে।